হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তে গরু মোটাতাজাকরণে ব্যবহৃত ৫০ হাজার পিছ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বাংলানিউজকে জানান, গরু মোটাতাজাকরণ ট্যাবলেটের বড় একটি চালান ভারত থেকে দেশের অভ্যন্তরে নিয়ে আসা হচ্ছে -এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি প্লাস্টিকের বস্তার ভেতর হতে ৫০ হাজার পিছ ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে, ট্যাবলেটগুলো হিলি শুল্কস্টেশনে জমা দেওয়া হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমজেড