ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাছতলায় ক্লাস নেওয়া উন্নয়ন সমস্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
গাছতলায় ক্লাস নেওয়া উন্নয়ন সমস্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাছতলায় ক্লাস নেওয়া উন্নয়ন সমস্যা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, আমাদের কাজ সবাইকে স্কুলে পাঠানো।

এ কারণে শ্রেণিকক্ষে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হয় না। সাত বছরে আড়াই গুণ শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। অপেক্ষা করুন, আর্থিক সমস্যা দূর করে বেশি বেশি স্কুলঘর তৈরি করবো।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন সহনশীল সম্পর্কিত সচেতনতা সৃষ্টি’ বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন।

কর্মশালায় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ বিষয়ে শিক্ষার্থীদের স্কুলে এমনভাবে শিক্ষা দেবেন যেন শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে সবার সঙ্গে গল্প করে। দুর্যোগের বিষয়ে পাঠ্যপুস্তক বইয়ে যেন অল্পের মধ্যে সব তথ্য দেওয়া থাকে।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের সাত শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। মধ্যম আয়ের দেশ হলেও দরিদ্র মানুষ থাকবে। তবে আগের দরিদ্র মানুষের থেকে বর্তমান দরিদ্র্যদের পার্থক্য রয়েছে।

এসময় ১ জানুয়ারি সবার হাতে বই পৌঁছে দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

কর্মশালায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রকল্প পরিচালক (সিডিএমপি-২) মোহাম্মদ আবদুল কাইয়ুম।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।