ঢাকা: গাছতলায় ক্লাস নেওয়া উন্নয়ন সমস্যা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, আমাদের কাজ সবাইকে স্কুলে পাঠানো।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন সহনশীল সম্পর্কিত সচেতনতা সৃষ্টি’ বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন।
কর্মশালায় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ বিষয়ে শিক্ষার্থীদের স্কুলে এমনভাবে শিক্ষা দেবেন যেন শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে সবার সঙ্গে গল্প করে। দুর্যোগের বিষয়ে পাঠ্যপুস্তক বইয়ে যেন অল্পের মধ্যে সব তথ্য দেওয়া থাকে।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের সাত শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। মধ্যম আয়ের দেশ হলেও দরিদ্র মানুষ থাকবে। তবে আগের দরিদ্র মানুষের থেকে বর্তমান দরিদ্র্যদের পার্থক্য রয়েছে।
এসময় ১ জানুয়ারি সবার হাতে বই পৌঁছে দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
কর্মশালায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রকল্প পরিচালক (সিডিএমপি-২) মোহাম্মদ আবদুল কাইয়ুম।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এফবি/এএ