রাজবাড়ী: রাজবাড়ী-পাবনা-মানিকগঞ্জ জেলার নিষিদ্ধ চরমপন্থী সংগঠন মাওবাদী বলশেভিক অর্গানাইজেশন মুভমেন্ট (এমবিআরএম) বাহিনীর আঞ্চলিক কমান্ডার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আকরাম হোসেনকে (৪০) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, একটি টু টু রিভলবার, দুইটি ওয়ান শুটারগান, একটি দেশীয় পাইপগান, চারটি বন্দুকের কার্তুজ, টু টু রিভলবারের তিন রাউন্ড গুলি, ৩০৩ রাইফেলের তিনটি গুলির খোসা ও দু’টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইনে পুলিশ সুপার জিহাদুল কবির প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানান।
গ্রেফতার হওয়া আকরাম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের আন্দারমানিক গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ সুপার জিহাদুল কবির জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচুরিয়া ইউনিয়নের একটি বাগান থেকে আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে, আকরামের স্বীকারোক্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশ পাল্টা ৯ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গ্রেফতার আকরামের বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে থানা ও রাজবাড়ী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমজেড