সিলেট: সদর উপজেলায় সালিশ চলাকালে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মোগলগাঁও ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে মানিক মিয়া ও বতাই মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মানিক মিয়ার সঙ্গে প্রতিবেশী বতাই মিয়ার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সম্প্রতি এলাকার পঞ্চায়েতের লোকজন বিরোধ মীমাংসায় সীমানা নির্ধারণ করে দিলেও কোনো লাভ হয়নি। এ কারণে ঘটনার দিন সকালে ফের বৈঠক বসে। বৈঠক চলাকালেই কথা কাটাকাটির একটা পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
এ ঘটনায় মানিকের (৪০) পক্ষের ওলিউর রহমান (২৮), সুজন মিয়া (২৯), আবুল কালাম (৪৫), সালাম আহমদ (২০) ও বতাই মিয়ার পক্ষের আঙ্গুর মিয়া (৩৫), এখলাছ মিয়া (৪০), খয়রুন বেগম (৩৫), আমিরুন নেছাসহ (৪০) ১০ জন আহত হন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে আহতদের দেখতে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ ও কান্দিরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাসপাতালে যান।
মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, সংঘর্ষের খবর তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘন্টা, অক্টোবর ২৭, ২০১৫
এনইউ/আরএইচ