মেহেরপুর: মেহেরপুর শহরের মল্লিকপাড়ার গৃহবধু রাশেদা বেগম (২৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার যাদবপুর গ্রামের মিয়ারুল ইসলাম, কাবিদুল ইসলাম ও সেন্টু মিয়া।
মামলা সূত্রে জানা যায়, গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের প্রবাসী আবুল বাসারের স্ত্রী রাশেদা বেগম মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে দণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামির সঙ্গে বিভিন্ন সময় পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি।
এর জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কয়েকদিন পর ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি যাদপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জিহাদ আলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সিম কার্ডের সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
ওই বছরের ১০ মে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ আলীর আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দেয় কাবিদুল ও সেন্টু। একই বছরের ২৮ আগস্ট তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমজেড