ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যাত্রীবাহী করিমন ও বালুভর্তি ট্রাক্টরের সংঘর্ষে মনোয়ার হোসেন (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।



মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুরে এ দুর্ঘটনা ঘটে।  

এ ঘটনায় পুলিশ ট্রাক্টর চালক মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আলি শেখের ছেলে হাসিবকে (২২) আটক করেছে।

আহতরা হলেন- লাল মিয়া (৬৫), ওসমান (২৫) ও জনি (২৭)। তারা সবাই মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে লাল মিয়াকে  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ওসমানকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও জনিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
আহত জনি জানায়, রশিকপুর থেকে হেমায়েতপুর ইটভাটায় কাজ করতে  যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুল সালেক বাংলানিউজকে জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ার মারা যান তিনি।

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।