ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘আমরা মোটেই বিচলিত নই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
‘আমরা মোটেই বিচলিত নই’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: বিদেশি হত্যা, রেড অ্যালার্ট, হোসেনী দালানে হামলাসহ সাম্প্রতিক ঘটনাগুলো সামলে নিয়ে সরকার মোটেই বিচলিত নয় বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র প্রতিবেদনেরও সমালোচনা করেন তিনি।

টিআইবি বিএনপির অঙ্গ সংগঠন বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকায় নবনিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকেরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে মন্ত্রণালয়ে আসেন। সাক্ষাৎ শেষে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মোটেই বিচলিত নই, আমরা বরং মানসিকভাবে আরও শক্তিশালী হয়েছি। কারণ অপরাধীরা ধরা পড়েছে। এখন নেপথ্যের নায়করা চিহ্নিত হবে।

মন্ত্রী বলেন, ইতালির নাগরিক হত্যার পর কূটনীতিকদের অতি প্রতিক্রিয়ার কারণেই পরে জাপানি নাগরিক হত্যার ঘটনা ঘটেছে।

প্রচার বেশি পেতে ও রেড অ্যালার্ট জারির পরিস্থিতি তৈরি করতেই বিদেশি হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে মত তার।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, টিআইবি বিএনপির অঙ্গ সংগঠন। কখনোই বাংলাদেশের প্রশংসা করেনি তারা। যেখানে বারাক ওবামা প্রশংসা করতে পারে, সেখানে টিআইবি প্রশংসার কিছু দেখে না। টিআইবি নির্বাচন চাওয়ার কে?

তিনি বলেন, টিআইবি রাজনৈতিক সংগঠন নয়, তবু নির্বাচন দাবি করেছে। এটা তারা পারে না।

সংসদে কোনো কোরাম সঙ্কট নেই জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, সংসদে এখন বিরোধী দল আসে, আগে আসতো না। তাই টিআইবি কোথায় কোরাম সঙ্কট দেখলো? শেষে তারা বলছে, নির্বাচন চাই। কীভাবে বলে?

এর আগে শ্রীলঙ্কার রাষ্ট্রদূতের উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী বলেন, দু’মাসের মধ্যেই শ্রীলঙ্কার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি হচ্ছে।

এছাড়া সেদেশে বাংলাদেশের বিমান চলাচলও শুরু হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য বাড়াতে আলোচনা চলছে। কিছুদিনের মধ্যেই মুক্ত বাণিজ্য চুক্তি করবো।

মন্ত্রী বলেন, এখন শ্রীলঙ্কার এয়ারক্রাফট সপ্তাহে ৭দিন এ দেশে আসছে। আমরাও যেন পাঠাতে পারি, সেই উদ্যোগ আসছে। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আরও ভালো করতে কথা বলছি।

ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আমরা যত্নশীল। বিনিয়োগের বিষয়ে আমরা কথা বলছি। শ্রীলঙ্কার যেসব পণ্য সারাবিশ্বে সমাদৃত, সেসব আমরা বাংলাদেশেও দিতে চাই। বাংলাদেশের পণ্যগুলোও শ্রীলঙ্কায় যাবে।

তিনি বলেন, দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নয়নে আমরা সচেতন।

এরপর মন্ত্রী বলেন, ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানিতে আমরা এগিয়ে। তবে যেসব বাধা আছে, তা দূর করতে চাই। আমাদের দেওয়া মানের নির্ণায়ক কেউ কেউ মানতে চান না অনেক সময়। সে সমস্যা কাটাতে চাই।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসকেএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।