ঢাকা: শিগগিরই সম্প্রচার আইন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, সম্প্রচার আইন করতে যাচ্ছি, শিগগিরিই তা করবো।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত ‘শিশু সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালা শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আলোচনা করেন, সম্পাদক পরিষদের সভাপতি দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, টাইমস ম্যাগাজিনের সম্পাদক ফরিদ হোসেন এবং এমআরডিআই-এর প্রতিনিধি হাসিবুর রহমান মুকুর।
তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার নীতিমালা করতে গিয়ে চারদিকে নানা হৈ চৈ হয়েছে, তাতে কি হয়েছে? আজ পর্যন্ত কোনো ক্ষতি হয়েছে? সম্প্রচার নীতিমালা ঠিকই হয়েছে। আমি সম্প্রচার আইন করতে যাচ্ছি, তা করবো।
ইনু বলেন, গণমাধ্যমকে মনে রাখতে হবে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং দেশের অধিকার চর্চা করতে গিয়ে তাদেরও একটি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার রশি টানতে হবে। এখানে মনে রাখা দরকার অধিকার চর্চা করতে গিয়ে যেন রাষ্ট্র ও সমাজের ক্ষতি হয় এমন কিছু প্রকাশ বা প্রচার না করা হয়। গণতন্ত্রের যেমন দায়বদ্ধতা আছে, গণ্যমাধ্যমেরও তেমনি দায়বদ্ধতা আছে।
সাংবাদিকদের কাজ মানুষের কল্যাণে দেশের স্বার্থে সত্যকে খোঁজা, সত্যকে প্রকাশ করা। তবে সেই প্রকাশের ক্ষেত্রে অবশ্যই বিচার বুদ্ধির প্রয়োগ ঘটাতে হবে। কোনটি প্রকাশ করবো, কোনটি করবো না- এক্ষেত্রে গণতন্ত্রের যেমন ঘাটতি আছে, গণ্যমাধ্যমেরও মূল্যবোধের ঘাটতি আছে। গণতন্ত্রে যেমন ক্ষমতা, দুর্নীতি, স্বৈরাচারী প্রবণতার দিকে ঝোঁক, তেমনি ব্যক্তিরও ঝোঁক দুষ্টুমির দিকে। মানুষের ঝোঁক বদকর্মের দিকে। ব্যক্তির অধিকার চর্চা করতে গিয়ে আইনের দ্বারা ঘেরাও করতে হয়। সেরকমি গণমাধ্যমের জন্য নীতিমালা ও আইন থাকা দরকার। - যোগ করেন তথ্য মন্ত্রী।
নারী ও শিশুদের নিয়ে প্রতিবেদন প্রচার ও প্রকাশে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানন মন্ত্রী। নারী ও শিশুর অধিকার ক্ষুন্ন হয় এমন কিছু প্রকাশ না করারও অনুরোধ করেন তিনি।
দুই বিদেশি নাগরিকের হত্যাকাণ্ডের পর কয়েকটি দেশের বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সবকিছুতেই কেমন যেন রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে। গণ্যমাধ্যমে খবর প্রচারের ক্ষেত্রেও রাজনীতির গন্ধ পাওয়া যায়। মনে রাখা দরকার শাহজালাল বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়নি, অতিরিক্ত সর্তকতা জারি করা হয়েছে। কিন্তু কোনো কোনো গণমাধ্যম প্রচার ও প্রকাশ করছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
তিনি বলেন, বিদেশিরা আমাদের দেশে রেড অ্যালার্ট জারি করছে। কই খালেদা জিয়ার আগুন যুদ্ধের সময় তো কেউ রেড অ্যালার্ট জারি করলো না। এখন একটি দুটি ঘটনা ঘটলেই রেড অ্যালার্ট জারি করা হয়। এসবই রাজনীতি।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএম/এমজেএফ