বগুড়া: বগুড়ার কাহালুতে শিবিরের এক নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হলেন- কাহালু উপজেলা শিবিরের সভাপতি ওমর ফারুক (২০), আদমদীঘি উপজেলা শিবিরের সাবেক সভাপতি রেজওয়ানুল হক (২২) ও কাহালু উপজেলা শিবিরের প্রকাশনা সম্পাদক গোলাম রব্বানী (২২)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীত কুমার কুণ্ডু বাংলানিউজকে জানান, রেজওয়ানুল হকের বিরুদ্ধে আদমদীঘি থানায় ২টি ও সদর থানায় ৪টি নাশকতার মামলা রয়েছে। এছাড়া অপর দুই শিবির নেতার বিরুদ্ধে কাহালু ও সদর থানায় একটি করে নাশকতার মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমবিএইচ/পিসি