বগুড়া: বগুড়ায় বাসচাপায় তৌহিদুল ইসলাম (৫০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তৌহিদুল গাবতলী উপজেলার ভাণ্ডার পাইকার দুর্গাহাটা গ্রামের বাসিন্দা।
ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এসআর ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস বনানী বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তৌহিদুল ইসলামের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমবিএইচ/পিসি