ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে তথ্য অধিকার বিষয়ক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
সিরাজগঞ্জে তথ্য অধিকার বিষয়ক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামরুল হাসান।



জেলা তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, যুগ্ম সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক হীরক গুন প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।