ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মঠাড়িয়ায় চার দালালের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
মঠাড়িয়ায় চার দালালের জরিমানা

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে চার দালালকে আটক করে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদউদ্দিন এ জরিমানা করেন।



অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. ইব্রাহীম, উত্তর মিঠাখালী গ্রামের মো. সবুরের ছেলে মো. তারেক, একই উপজেলার টিকিকাটা গ্রামের আব্দুল কাদের মৃধার ছেলে রনি মৃধা ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সিংগাবুনিয়া গ্রামের জালাল আহম্মদের ছেলে মো. জামাল।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নকীব আকরাম বাংলানিউজকে জানান, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদউদ্দিন সেখানে অভিযানে যান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ওই চার দালালকে আটক করে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।