পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারী গ্রামের দুবাই প্রবাসী সোহাগ হোসেন (৩০) নামে এক যুবককে অপহরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে তার বাবা আবু সাঈদ আতাইকুলা থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, প্রায় ৮ বছর আগে সোহাগ দুবাই যান। মাসখানেক আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইমন নামে এক যুবক সোহাগকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এ সময় সোহাগ জানান, ইমন তার বন্ধু। তারা দুবাইতে একসঙ্গে কাজ করেন।
পরে সন্ধ্যা ৭টার দিকে ইমন মোবাইল ফোনে সোহাগের বাড়িতে জানায়, কয়েক দুর্বৃত্ত মাইক্রোবাসে করে সোহাগকে অপহরণ করে নিয়ে গেছে। এরপর থেকে সোহাগ ও ইমনের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বাংলানিউজকে জানান, পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে সোহাগকে উদ্ধারের চেষ্টা করছে।
সোহাগের বাবা আবু সাঈদ জানান, তার ধারণা মুক্তিপণ আদায়ের লক্ষে তার ছেলেকে অপহরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর