ঢাকা: গ্রাহকের ১ কোটি ৩২ লাখ টাকা অর্থ আত্মসাৎ করায় দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে ৪০টি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে কমিশন এসব মামলার অনুমোদন দেয়।
মামলা অনুমোদনের বিষয়টি দুদকের দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন হয়েছে তারা হলেন, দি ঢাকা কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফুর রহমান, প্রতিষ্ঠানটির জামালপুর শাখার ব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ ইবনে হক, খন্দকার নুরুল আমিন, কর্মকর্তা লিপি আরা পারভীন, আসমা খাতুন এবং ইউনিট অফিসার শারমিন সুলতানা।
৪০টি মামলার প্রত্যেকটিতেই আসামি করা হচ্ছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডিকে। এছাড়া বাকি ৫ জন বিভিন্ন মামলায় আসামি হবেন।
দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় রাজধানীর মিরপুরে। ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হলেও দেশের বিভিন্ন জেলায় এর শাখা অফিস রয়েছে।
অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রতিষ্ঠানটির জামালপুর শাখা ওই জেলার ৪০ জনের কাছ থেকে মোট ১ কোটি ৩২ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা শাখা অফিসে তালা দিয়ে পালিয়ে যায়। পরে প্রতারিত ৪০জন আমানতকারী দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ করলে রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটি এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
অনুসন্ধানে আমানতকারীদের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের চেয়ারম্যান ও এমডিসহ সাতজনের বিরুদ্ধে ৪০টি মামলার অনুমোদন দেওয়া হয়।
দুদক সূত্র জানায়, প্রতিষ্ঠানটির এমডি-চেয়ারম্যানসহ জামালাপুর শাখার কর্মকর্তারা অফিসে তালা দিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। দুদকের কাছে অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন জেলায় প্রায় শত কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধাররা। বর্তমানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে আসা অভিযোগের অনুসন্ধান চলছে। জামালপুরের ঘটনায় দুদক প্রথম ধাপে ৪০টি মামলা দায়ের করে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এডিএ/এমজেএফ