ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনী দালানে বোমা হামলাকারীদের শাস্তি দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
হোসেনী দালানে বোমা হামলাকারীদের শাস্তি দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: রাজধানীর হোসেনী দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে সাতক্ষীরার দেবহাটায় বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া ইমামপাড়া শিয়া জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।



এতে নেতৃত্ব দেন, স্থানীয় শিয়া নেতা আনারুল হক, মোস্তাক আহমেদ, মোশারফ আলী খান, স্থানীয় পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

মিছিল থেকে হোসেনী দালানের সামনে তাজিয়া মিছিলে বোমা হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। স্থানীয় শিয়া সম্প্রদায়ের পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশু এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।