ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে গৃহবধ‍ূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

স্টাফ করেপসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
বনানীতে গৃহবধ‍ূর মরদেহ উদ্ধার, স্বামী আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বনানীতে ঝুমুর আক্তার (২৮) নামে এক গৃহবধূকে মারধরের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় স্বামী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।



সোমবার (২৭ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে মহাখালীর ওয়ারলেস গেট এলাকার জিপি/১৭৬ নম্বর বাসার ছয়তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঝুমুরের গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়ার সৈয়দকাঠি গ্রামে।

ঝুমুরের খালাতো ভাই রুহুল আমিন জানান, ১২ বছর আগে ঝুমুরের পারিবারিকভাবে বিয়ে হয়। তার দু’টি সন্তান। কিন্তু তার স্বামী বছর তিনেক আগে আরেকটা বিয়ে করেন। এ কারণে তাদের প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, মৃত নারীর গলায়, পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এজেডএস/এমকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।