ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হিউম্যান এইড বাংলাদেশের ফাস্ট এইড ট্রেইনিং অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
হিউম্যান এইড বাংলাদেশের ফাস্ট এইড ট্রেইনিং অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান এইড বাংলাদেশের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ ‘ফাস্ট এইড হেলথ ট্রেইনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
প্রাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২শ’জন শিক্ষার্থী অংশ নেয়।



মঙ্গলবার (অক্টোবর ২৭) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে ব্লাড গ্রুপ, ব্লাড সুগার, ইনসুলিন ও ব্লাড প্রেসার কীভাবে নির্ণয় করা হয় তা শেখানো হয়।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ডা. আয়শা সাদিয়া, ডা. আশারাফুল ইসলাম মাহমুদ, ডা. রিফাহ তামান্না প্রমী, ডা. শোহানুর রহমান ও ডা. রেদুয়ান সম্পদ।

প্রশিক্ষণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যান এইড বাংলাদেশের পক্ষ থেকে নাদিম, তিয়াস, আসিমা, অরণ্য, আসাদ, আসমা, মুকুল প্রমুখ। সঞ্চালনা করে মাহমুদ হাসান নিশান।

প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতায় ছিল প্রাইম ইউনিভার্সিটি ব্লাড ডোনার ক্লাব।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।