ফরিদপুর: ফরিদপুরে গ্রাম আদালত প্রকল্পের ফেইজ আউট কৌশল বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রশিদ। অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রশিদ বলেন, ইউপি চেয়ারম্যানদের ভোটের রাজনীতির কারণে গ্রাম সরকারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। গ্রামের এক শ্রেণির টাউট প্রকৃতির মানুষ ভুল বুঝিয়ে গ্রাম আদালতের মামলা অন্য আদালতে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ইউপি চেয়ারম্যানদের বিচার কাজ পরিচালনা করার সময় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এটি একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখতে হবে।
প্রকল্পের ব্যবস্থাপক সরদার এম আসাদুজ্জামান বলেন, গ্রাম সরকার ধারণাটি সম্পূর্ণভাবে আমাদের দেশীয় ধারণা। এটি বিদেশ থেকে আমদানি করা হয়নি। এজন্য বিভিন্ন আদালতের চাপ ও জট কমাতে গ্রাম সরকারকে কার্যকর করতে হবে।
তিনি আরও বলেন, ২০১০ সালে গ্রাম সরকার আইন পাস হয়। ২০১৩ সালে এ আইনের সংশোধন করে গ্রাম আদালতের ক্ষমতা ও ব্যাপ্তি বাড়ানো হয়েছে। তারপরও আমরা এর কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা।
বোয়ালমারী উপজেলার গুণবাহ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের সম্মানি একজন দফাদারের সমতুল্য। বিচারকদের বেতন বাড়ে কিন্তু গ্রাম আদালত পরিচালনার ভাতা মাত্র দুই টাকা।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম ও মু. খায়রুজ্জামান, ইউপি চেয়ারম্যান নুরুজ্জমান চৌধুরী, ফকির বেলায়েত হোসেন ও মো. রফিকুজ্জামান, ইউপি সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
পিসি