ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে মাছের আড়ৎ দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
মৌলভীবাজারে মাছের আড়ৎ দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে মাছের আড়তের ঘর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হয়েছেন।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শেরপুর বাজারের লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।



আহতরা হলেন- রইছ উল্লা (৬০), নোহাদ হোসেন (৩০), রাশিদ মিয়া (৩৪), দিলদার মিয়া (৩০), মনির মিয়া (৪৫), রকি আহমদ (২৫), আদিছ উল্লা (৪২), শহীদুর রহমান (২৮), নবীউর মিয়া (২০), আমিন উদ্দিন (১৮) ও বাকীদের নামপরিচয় পাওয়া যায়নি।

আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর বাজারের লঞ্চঘাটে জেলা পরিষদের মালিকানাধীন মৎস্য আড়ৎ মার্কেটের একটি ঘর দখলকে কেন্দ্র করে নাসির উদ্দিন ও আনছার উদ্দিনের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।

শেরপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুছ সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।