গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ নাসিমা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বালাসীঘাট এলাকায় অভিযান চালিয়ে নাসিমাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা স্কুলব্যাগ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
নাসিমা ফেনসিডিল নিয়ে ফুলছড়ি হয়ে জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাটে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআই