পাবনা: পাবনা সদর থানার দুবলিয়া বাজারে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী নিস্তার ওরফে জাহিদ ওরফে নিজামকে (৪২) আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) পাবনা ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার হওয়া নিজাম সদর উপজেলার খাসচর (কাতলিয়া) গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে র্যাবের পক্ষ থেকে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) ওসমান গনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী নিজাম দুবলিয়া বাজারের একটি দোকানে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাবের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকারসহ একটি অভিযানিক দল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া নাজিম বিভিন্ন সময় নামে-বেনামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। তার বিরুদ্ধে পাবনা সদর, কুষ্টিয়া থানায় ৪টি হত্যাসহ ৭টি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএইচ