ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সৎ মায়ের গরম পানিতে ঝলসে গেল শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
সৎ মায়ের গরম পানিতে ঝলসে গেল শিশু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সৎ মায়ের নিক্ষিপ্ত গরম পানিতে নূপুর (১২) নামে এক শিশুর শরীর ঝলসে গেছে।  

মঙ্গল (২৭ অক্টোবর) দুপুরে নূপুরকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।



এরআগে  সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রগতিপাড়ায় নূপুরের গায়ে গরম পানি ঢেলে দেন সৎ মা  বিলকিস বেগম।

স্থানীয়রা জানান, প্রথম স্ত্রী মৃত্যুর পর নূপুরের বাবা  বেলাল হোসেন দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই বিলকিস বেগম নূপুরের ওপর তুচ্ছ ঘটনায় নির্যাতন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে মারধরের একপর্যায়ে নূপুরের শরীরে গরম পানি ঢেলে দেন বিলকিস। এতে তার হাত ও পায়ের অনেকাংশ ঝলসে যায়।

আহত নূপুর জানায়, বাড়িতে জলপাই সিদ্ধ করার অপরাধে সেই গরম পানি তার হাত-পায়ে ঢেলে দেওয়া হয়।  
 
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সজিব কুমার সরকার বাংলানিউজকে  বলেন, নূপরের শরীরের ১৮ শতাংশ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রমেকের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।