ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার সেক্রেটারি জেনারেল তালেব রিফাই।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সাক্ষাৎ হয়।
পর্যটন খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ‘ওপেন লেটার অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম’ দিয়েছে জাতিসংঘ।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এবং মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
এছাড়া বৌদ্ধ কৃষ্টি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকারী আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবদুল বারী জাহানী, ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লোইয়নপো নোরবু ওয়াংচুক, কম্বোডিয়ার পর্যটন উপ-মন্ত্রী টপ সোপহিয়াক, মিয়ানমারের হোটেল ও পর্যটন বিষয়ক উপ-মন্ত্রী টিন শোয়ে, ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সচিব বিনোদ জুৎশি উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সাক্ষাতকালে প্রতিনিধি দলের সদস্যরা দক্ষিণ এশিয়ায় পর্যটন বিকাশের বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমইউএম/এমজেএফ/এসএস