সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ইনামুল হক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বড় ভাই একরামুল হক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে কলারোয়া উপজেলার রায়টা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
তারা ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেলে ইনামুল তার চাচাদের সঙ্গে বিরোধপূর্ণ জমির একটি গাছের ডাল কাটতে উঠে। এসময় তার চাচা আব্দুল আলীমের ছেলে বাবলুর নেতৃত্বে অজিয়ার রহমান ও আব্দুল হামিদ ইনামুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় তাকে বাঁচাতে একরামুল এগিয়ে এলে তাকেও বেধড়ক পেটায় তারা। এতে দুই ভাই মারাত্মক আহত হয়।
পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইনামুলের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএইচ