ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৭ দিনেও সন্ধান মেলেনি ফেনীর ডালিমের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
৭ দিনেও সন্ধান মেলেনি ফেনীর ডালিমের জুলফিকার ইসলাম ডালিম

ফেনী: কক্সবাজার থেকে অপহরণ হওয়ার ৭ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি ফেনীর সোনাগাজী উপজেলার মধ্যম সুজাপুর গ্রামের বাসিন্দা জুলফিকার ইসলাম ডালিমের (২৫)।

গত ১৯ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৩টায় কক্সবাজার পৌর শহরের লাইট হাউজ এলাকার ভাড়া বাসা থেকে র্যাব পরিচয়ে ডালিমকে আটক করে নিয়ে যায় কয়েক ব্যক্তি।



এরপর তার পরিবারের সদস্যরা র্যাব-পুলিশের কাছে ধর্ণা দিয়েও ডালিমের কোনো খোঁজ পাননি। পরে পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়।

এদিকে, ডালিমের সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

ডালিমের পারিবারিক সূত্র জানায়, রাজধানীর মিরপুর এলাকার সেনা কর্মকর্তা এমএম মতিউর রহমানের মেয়ে তাসনিম তাবাসসুম মিমের (২০) সঙ্গে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের নবী উল্লাহ ছেলে ডালিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তারা ২০১৪ সালের ৩০ মার্চ গোপনে বিয়ে করেন।

গত ৭/৮ মাস আগে ডালিম ব্যবসায়ীক কাজে তার কর্মচারীদের নিয়ে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের লাইট হাউজ এলাকার মো. জাফর আলমের ভাড়া বাসায় ওঠেন। গত ২/৩ মাস আগে এমএম মতিউর রহমান বিয়ের বিষয়টি জানতে পেরে ডালিমের সঙ্গে মিমের যোগাযোগ বন্ধ করে দেন। এরপর থেকে মিমকে তালাক দিতে তার বাবা মতিউর রহমান হুমকি-ধমকি দিতে থাকেন ডালিমকে।

গত ১৯ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে সাদা পোশাকে র্যাব পরিচয় দিয়ে ডালিমকে চোখ বেঁধে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় কয়েক ব্যক্তি। এরপর থেকে তার খোঁজ মিলছে না।

পরে ২২ অক্টোবর ডালিমের মা জোসনা আরা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এমএম মতিউর রহমান, তার স্ত্রী ইফাত হালিমা রানা ও ডালিমের স্ত্রী মিমের নামে মামলা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ওসি আসলাম উদ্দিন বাংলানিউজকে জানান, তারা ডালিমকে উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়:  ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।