চাঁদপুর: তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ সেবা দেওয়া হয়।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম শিপন বাংলানিউজকে জানান, দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনী, মা ও শিশু, দন্ত, অর্থোপেডিক্সসহ ২৫ জন চিকিৎসক দুই হাজারের বেশি নারী ও পুরুষ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. যথীন্দ্রনাথ মজুমদার জানান, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবার সব সুবিধা পৌঁছে দিতেই তাদের এ উদ্যোগ। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করবেন তারা।
মেডিকেল ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোহেবুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন ইরান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর