ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ষষ্ঠ বর্ষে ডেইলি সান, বর্ণিল আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
ষষ্ঠ বর্ষে ডেইলি সান, বর্ণিল আয়োজন ছবি: কাসেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ষষ্ঠ বর্ষে পর্দাপণ করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’। পাঠকের আস্থা অর্জনের মধ্য দিয়ে দৈনিকটি পার করেছে সাফল্যের পাঁচটি বছর।



মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ভবনের ডেইলি সান কার্যালয়ে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান।

এর আগে সায়েম সোবহান পত্রিকাটির কার্যালয়ে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডেইলি সান সম্পাদক মো. জামিলুর রহমান।

অনুষ্ঠানে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সান এর উপদেষ্টা সম্পাদক আমির হোসেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, ব্যবসায়ী, বিশিষ্টজন এবং ডেইলি সানের পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল থেকে বিভিন্ন ব্যাংক, বেসরকারি বিশ্ববিদ্যালয়, দূতাবাস, মোবাইল অপারেটর, গণমাধ্যম, বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডেইলি সান কার্যালয়কে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।