ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিংয়ের নির্বাচন ৩ মাস স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিংয়ের নির্বাচন ৩ মাস স্থগিত ফাইল ফটো

ঢাকা: দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’র নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
 
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন বেঞ্চ
এ আদেশ দেন।

আগামী ১৩ নভেম্বর এ নিবার্চন হওয়ার কথা ছিল।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন- আইনজীবী ইউনুচ আলী আকন্দ। বিবাদীপক্ষে ছিলেন- অ্যাডভোকেট মাহবুবে আলম।
 
ইউনুচ আলী জানান, ২০০৪ সালে করা ওই সমিতির বিধির ২১ ধারায় বলা হয়েছে, ভোটারের সংখ্যা ৩ হাজারের বেশি হলে নির্বাচন হতে হবে প্রতিনিধির মাধ্যমে। এ নির্বাচনে প্রায় ২২ হাজার ভোটার রয়েছে। কিন্তু বিধি অনুসারে, প্রতিনিধির মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা না করে, সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন নেওয়া হচ্ছে। যা সম্পূর্ণ অবৈধ।
 
এ বিষয়টি উল্লেখ করে রোববার (২৫ অক্টোবর) হাইকোর্টে রিট করেন সমিতির ভোটার ভিনসেন্ট গোমেজ।
 
ইউনুচ আলী আরও বলেন, আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করে রুল জারি করেছেন। নির্বাচনের জন্য জারি করা তফসিল বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
 
চার সপ্তাহের মধ্যে সমবায় মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের সমবায় সমিতির রেজিস্ট্রার, যুগ্ম রেজিস্ট্রার ও  খ্রিস্টান সমিতির চেয়ারম্যান, নিবার্চন কমিটির চেয়ারম্যানসহ ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২৭,২০১৫
ইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।