ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজকেরা সাংবাদিকদের সম্পর্কে বাজে মন্তব্য করায় অনুষ্ঠানটি বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ডুজা)।
মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকেলে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনের এ অনুষ্ঠান থেকে বাজে মন্তব্য করার পর সন্ধ্যায় সমিতির দফতর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বর্জনের এ ঘোষণা দেওয়া হয়।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ চিকিৎসা মনোবিজ্ঞান সোসাইটি ও নাসিরুল্লাহ সাইকোথেরাপী ইউনিট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছিল।
জানা যায়, অনুষ্ঠানটির সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমে পরপর দুটি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়। একটিতে বলা হয়, বেলা ১২টায় ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ: মাঠপর্যায়ের অভিজ্ঞতা’ শীর্ষক আলোচনা। অপরটিতে বেলা তিনটায় ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা। দুটিতেই উল্লেখ করা হয়, ‘অনুষ্ঠানের দিন নিবন্ধন উন্মুক্ত থাকবে। ’
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ইখতিয়ার উদ্দিন বলেন, বেলা ১২টা ২০ মিনিটে দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক খালেদ সাইফুল্লাহ অনুষ্ঠান কাভার জন্য অনুষদের মিলনায়তনের সামনে গেলে সেখানে বসা ডেস্কের লোকজন তার পরিচয় জানতে চান। পরিচয় দিলে প্রতি উত্তর দেওয়া হয়, সবাইকে তাঁরা ‘অ্যালাউ’ করেন না। খালেদকে তার ‘ভিজিটিং কার্ড’ দিতে বলেন। খালেদ বলেন, তার পরিচয়পত্র আছে। কিন্তু ভিজিটিং কার্ড নেই। তারা ভিজিটিং কার্ড না দিলে কাউকে প্রবেশ করতে দেওয়া বারণ আছে বলে জানান।
খালেদ সাইফুল্লাহ বলেন, তিনি চলে আসার সময় পেছন থেকে একজন বলেন, লাঞ্চের টাইম হইছে তো, এখন সাংবাদিকরা আসা শুরু করবে।
বিষয়টি তিনি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম আবুল কালাম আজাদ ও অন্য সাংবাদিকদের জানান। কয়েকজন সাংবাদিক বিকেল তিনটায় ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের কাছে এর সমাধান চান। কিন্তু তারা এ বিষয়ে কিছু করতে অপারগতা প্রকাশ করলে সাংবাদিকরা অনুষ্ঠানটি বর্জন করেন।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএ/পিসি