ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ১ হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কালিবাড়ি ঋষিপাড়া এলাকা থেকে এ মদ উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের ব্যর্থতার কারণেই জড়িত মাদক ব্যবসায়ীদের আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। তাদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ২৭ অক্টোবর , ২০১৫
জেডএফ/আরএম