ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হয়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হয়নি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

টাঙ্গাইল: পাঠ্যবইয়ে সঠিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি আহ্বান জানান তিনি।



মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হবে না, সেগুলো পুড়িয়ে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, অসহায়, দরিদ্র মুক্তিযোদ্ধাদের বাসস্থান ও সবার জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। কোনো মুক্তিযোদ্ধা যেন বিনা চিকিৎসায় মারা না যান।

তিনি আরো বলেন, খাস জমি মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যবহারের ব্যবস্থা করা হবে। মুক্তিযোদ্ধাদের আগামী ঈদের আগে ১০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।

বাংলাদেশের মাটিতে কোনো যুদ্ধাপরাধীর জানাজা ও দাফন প্রকাশ্যে দিতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

এরআগে মন্ত্রী নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক মজিবুল হক সমাজি, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার জহুরুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আওয়াল, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।