ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক অাটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক অাটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে অাটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ তাদের অাটক করে।

অাটকরা হলেন, ওই এলাকার কামরুল ইসলাম ও আতিকুর রহমান। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ কামরুল ইসলাম ও আতিকুর রহমান নামে দুই যুবককে অাটক করে। তাদের বিরুদ্ধে অস্ত্র অাইনে মামলা দায়েরের পর বুধবার সকালে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।