রাজশাহী: রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে অাটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ তাদের অাটক করে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ কামরুল ইসলাম ও আতিকুর রহমান নামে দুই যুবককে অাটক করে। তাদের বিরুদ্ধে অস্ত্র অাইনে মামলা দায়েরের পর বুধবার সকালে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএস/আইএ