ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বুধবার গোবিন্দগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
বুধবার গোবিন্দগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমানের ছেলে আশিকুর রহমান সাম্য (১৩) হত্যার বিচার দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে স্থানীয় পেশাজীবী সংগঠন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাম্যমঞ্চের আহ্বায়ক সাবেক এমপি লুৎফর রহমান বাংলানিজউকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি বলেন, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোটা উপজেলায় এ হরতাল পালন করা হবে।

সন্ধ্যায় উপজেলার সব পেশাজীবী সংগঠন এ হরতাল সমর্থনে একটি মিছিল নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে।  

২৫ সেপ্টেম্বর শহরের বর্ধনকুঠি বটতলা মোড় এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাম্যের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।