ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ:  ময়মনসিংহে কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দক্ষিণ জেলা যুবদল।

মঙ্গলবার( ২৭ অক্টোবর) দুপুরে শহরের নতুন বাজারে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে কেক কেটে আলোচনা সভা করেছে দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সদস্য লিটন আকন্দের সমর্থকরা।

  

এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

এ সময় যুবদল নেতা সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, শহর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আতিক, বিএনপি নেতা রতন আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা জগলুল হায়দার, ছাত্রদল নেতা খালিদ ও জিএস মাহাব প্রমুখ।  

অপরদিকে, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হকের সভাপতিত্বে শহরের ফায়ার সার্ভিস এলাকায় সমাবেশ করেছে যুবদল। এতে প্রধান অতিথি ছিলেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক জানান, সমাবেশ চলাকালে ফায়ার সার্ভিস রোড এলাকা থেকে যুবদলের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- যুবদল কর্মী আকাশ, হিমেল, বিষু ও নিশাইল মিয়া।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।