ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লালমোহন ট্রাকচাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
লালমোহন ট্রাকচাপায় স্কুল শিক্ষকের মৃত্যু ছবি: প্রতীকী

ভোলা: ভোলার লালমোহনে ট্রাকচাপায় মতি লাল মজুমদার নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।

মঙ্গলবর (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার লালমোহন-রায়চাঁদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত মতি লাল উপজেলার রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রায় চাঁদ বাজার দিয়ে মতি লাল সাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, মতি লালের মৃত্যুতে লালমোহন উপজেলা শিক্ষক সমিতি ও সংশ্লিষ্ট স্কুল শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন।

ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ঘাটক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।