ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৬২ দুস্থ নারী মধ্যে সেলাই মেশিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
মাগুরায় ৬২ দুস্থ নারী মধ্যে সেলাই মেশিন বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় ৬২ জন দুস্থ নারীর মধ্যে প্রশিক্ষণোত্তর সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা পরিষদের মিলনায়তনে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।



জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ সচিব) খোন্দকার আজিম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি  ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলাম প্রমুখ।

সেলাই মেশিন প্রাপ্তরা জানান, জেলা পরিষদ যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সেলই মেশিন দেওয়া হয়েছে।   এ সেলাই মেশিন দিয়ে কাজ করেই তারা সাবলম্বী হতে পারবে বলে আশা প্রকাশ করেন।

বক্তারা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ নারীদের কর্মক্ষম করতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।