ঢাকা: একদিকে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলন করছে বাম মোর্চাসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। অন্যদিকে তাদের আন্দোলনকে উপেক্ষা করে রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এই তাগিদ দেওয়া হয়। এতে কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি তাজুল ইসলাম বলেন, আগামী ২০১৯ সালে রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার কথা রয়েছে। সেভাবেই কাজ চলছে। কাজের অগ্রগতি ও প্যারা মিটার দেওয়া আছে, সেই পথে আমরা এগুচ্ছি।
তিনি বলেন, আমাদের যেসব ফিন্যান্সিয়াল ও ইকোনোমিক জোন আছে সেখানে বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করার কাজ আমর করি। এসব এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহে রামপাল আবদান রাখবে বলেও আমরা বিশ্বাস করি। ব্যবসায়ীদের পক্ষ থেকে এ বিষয়ে চাপ আছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আমরা বিদ্যুৎ সরবরাহের কাজটি করবো। এছাড়া রামপালকে কেন্দ্র করে শিল্পাঞ্চল হিসেবে উন্নয়ন করার জন্যও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা দেওয়া আছে।
এছাড়া বৈঠকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন এবং বিদ্যুৎ খাতে প্রিপেইড মিটার স্থাপনের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।
কমিটি আরও নতুন প্রকল্প নিয়ে বিদ্যুৎ লাইন বৃদ্ধির সুপারিশ করে। বৈঠকে নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়ন এবং পিডিবি ও আরইবিকে ইজিবাইকের (টমটম) চার্জ দেওয়ার অবৈধ পন্থা রোধ করার সুপারিশ করে।
কমিটি নতুন প্রকল্পের মাধ্যমে সারা দেশে প্রিপ্রেইড মিটার স্থাপনের ব্যবস্থা নিতে সুপারিশ করে। বিদ্যুৎ বিষয়ক রাষ্ট্রীয় সব প্রোগ্রামে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। বৈঠকে হাইওয়ে রোডের পাশের সরকারি জায়গার মধ্য দিয়ে বিদ্যুৎ লাইন নিতে সুপারিশ করা হয়।
কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিকুর রহমান আতিক, মো. আবু জাহির, এম. আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার অংশ নেন।
এছাড়াও বিদ্যু, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পিডিবি ও আরইবি’র চেয়ারম্যান, ডিজি, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএম/এমজেএফ