ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরের কঁচা নদীতে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
উজিরপুরের কঁচা নদীতে নৌকাবাইচ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বরিশালের উজিরপুরে কঁচা নদীতে হয়ে গেলো  ঐতিহ্যবাহী ১৫৪তম নৌকাবাইচ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।



বরিশাল অঞ্চলের বৃহত্তম এ নৌকাবাইচে স্থানীয়সহ মাদারীপুর-ফরিদপুর থেকে আসা নয়টি সুসজ্জিত নৌকা অংশ নেয়।

পরে বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস প্রধান অতিথি থেকে নৌকাবাইচের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় মাদারীপুরের রাজৈর থানার রুহীদাসের নৌকা প্রথম স্থান, একই এলাকার বিকাশ বাইনের নৌকা দ্বিতীয় স্থান ও কিরন মৃধার নৌকা তৃতীয় স্থান অধিকার করে।

নৌকাবাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে ও ট্রলারে করে হাজার হাজার মানুষ ভিড় করেন।

নৌকাবাইচ শেষে নদীর দক্ষিণ পাড়ে হারতা ইউপি চেয়ারম্যান ডা. হরেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালা, সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সুধাংশু কুমার বল্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আ. মজিদ সিকদার বাচ্চুসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।