ঢাকা: রাজধানীর শেরে বাংলানগর থানাধীন গণভবন-১ গেটের রাস্তায় মাইক্রোবাসের ধাক্কায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন পুলিশ-১ (এসপিবিএন) এর উপপরিদর্শক হিরোন খান (৫৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
এপিবিএন পরিদর্শক ফজলুর রহমানসহ অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। তাকে ঢামেক হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডের দায়িত্বররত চিকিৎসক ডা. শামীমা বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়া দু’পায়ের আঘাতও গুরুতর। এখনই কিছু বলা যাচ্ছে না। তাকে আইসিইউ’তে রাখতে হবে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এজেডএস/আরএম