ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বিভিন্ন হোটেল ও দোকানে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
সাভারে বিভিন্ন হোটেল ও দোকানে জরিমানা ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারে বিভিন্ন খাবার হোটেল ও একটি ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।



মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যা এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডের দারুচিনি হোটেল, এশিয়ান হাইওয়ে রেস্তোরাঁ, বাংলার শোভা ডিপার্টমেন্টাল স্টোরসহ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

তিনি বলেন, এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে দারুচিনিকে ৪০ হাজার, হাইওয়ে রেস্তোরাঁকে ৪০ হাজার, বাংলার শোভাকে ১০ হাজার, মিষ্টি মুখকে ৫০ হাজার, সুরুচিকে ৫ হাজার ও একটি পলিথিনের দোকানকে ৫ হাজার জরিমানা করা হয়েছে। মোট জরিমানার অর্থ এক লাখ ৫০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।