ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে সাত হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
রামগতিতে সাত হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ৯ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার হেতনার খালের অদূরে মেঘনা নদী থেকে চোরাই ডিজেলসহ ৯ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তাদের রামগতি থানা পুলিশে সোপর্দ করা হয়।



এর আগে বিকেলে তেলবাহী ট্যাংকার থেকে ইঞ্জিন চালিত একটি ট্রলারে করে চোরাই ডিজেল নিয়ে ভোলার দৌলতখান যাওয়ার পথে ২৮ ব্যারেল (৭ হাজার লিটার) চোরাই ডিজেলসহ ৯জনকে আটক করা হয়।

এসময় আটকদের কাছ থেকে নগদ ৮১ হাজার ৯৬৫ টাকা এবং চোরাচালানির কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি ট্রলার উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ভোলার রাধাবল্লব এলাকার আবুল কাশেম, হেলাল, মিরাজ, একই জেলার চরপাতা এলাকার রিয়াজ, চৌকিঘাট এলাকার নুর ইসলাম, দৌলতখাঁন এলাকার সেলিম, ইসমাইল, সিরাজ ও আবদুর রশিদ।

রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মহিউদ্দিন জানান, আটক ব্যক্তিরা একটি তেলবাহী ট্যাংকার থেকে চোরাই ডিজেল নিয়ে ইঞ্জিন চালিত একটি ট্রলারে করে ভোলার দৌলতখান যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ডিজেলসহ ৯জনকে আটক করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে  বলেন, আটকরা পুলিশ হেফজাতে থানায় রয়েছে। এ ঘটনায় আইনগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।