ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ‘ওয়াগ্যোয়ে পোয়েহ’ উৎসব

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
খাগড়াছড়িতে ‘ওয়াগ্যোয়ে পোয়েহ’ উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: ধর্মীয় অনুষ্ঠানিকতা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দেশের পাহাড়ি মারমা জনগোষ্ঠী `ওয়াগ্যোয়ে পোয়েহ (প্রবারণা পূর্ণিমা)’ উৎসব পালন করছে।

এ উৎসব উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন বিহার ও মন্দিরে পূজা আর্চনা করা হয়েছে।



এ সময় হাজার খানি ফুল ও বাতি প্রজ্জ্বলনের মাধ্যমে বিভিন্ন দেব-দেবীর পূজা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

শহরের ‘য়ংড বৌদ্ধ বিহার’র উদ্যোগে বিকেলে নদীতে নৌকা ভাসানো হবে। মারমা তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ নতুন পোশাকে, নতুন সাজে এ উৎসবে অংশ নেয়।

উৎসবকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।