ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৪১ বিচারপতিকে হিজবুতের চিঠি, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
৪১ বিচারপতিকে হিজবুতের চিঠি, আটক ১

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের প্রচারপত্র সুপ্রিম কোর্টের বিচারপতিদের কক্ষে পৌঁছে দিতে গিয়ে এক কুরিয়ার সার্ভিস কর্মী আটক হয়েছেন, যিনি ওইসব চিঠি কোর্টের ৪১ বিচারপতির নামে দিতে এসেছিলেন।

চিঠিতে বিচারপতিদের ধর্মীয় যুদ্ধের পক্ষে থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে চিঠিগুলোতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বাংলানিউজকে জানান, চিঠিসহ আটক সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মী প্রথমে কোর্টে প্রবেশ করেন। পরে কোর্টের লোকজন তাকে হাতেনাতে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।

ওসি বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি- এগুলো রাজধানীর কারওরানবাজার ও রাজারবাগ এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইস্যু করা হয়। এই বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ওই কুরিয়ার সার্ভিস কর্মীকে হাতেনাতে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে কোর্ট প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এনএইচএফ/আইএ

** হিজবুত তাহরীর প্রচারপত্র দিতে গিয়ে যুবক আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।