সিলেট: সিলেটে খাবার প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার টুকেরবাজার এলাকায় রেডি ফুড প্রোডাক্টস ও ফুডমার্ক বেকারিতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে রেডি ফুড প্রোডাক্টসের প্রস্তুতকৃত পাউরুটি, বিস্কুট ও কেকের অনুকূলে সিসিএম সনদ না থাকায় ২৪(১)/৩১ এ ধারায় ৫০ হাজার ও ফুডমার্ক বেকারিকে পণ্যের লেভেল অনুমোদন না নিয়ে স্টান্ডার্ড চিহ্ন ব্যবহার করায় ১৯/৩০(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন বিকেল ৩টা থেকে জেলা প্রশাসক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ও আসমা মোজাম্মেল। তাদের সহায়তা করেন বিএসটিআই’র সিএম অফিসার রাজিব দাশগুপ্ত।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এনইউ/এমজেএফ/