ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় মাথা ঘুরে খালের পানিতে পড়ে গিয়ে মামুন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মামুন ওই উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের এমরাম হোসেনের ছেলে ও স্থানীয় হোসাইনিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, মামুন কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল। দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বক্সাখালি খালের পাড়ে দাঁড়িয়ে ছিল সে।
হঠাৎ করে মাথা ঘুরে খালের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এএটি/এসআর