ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা মহানগরে ২৯০০ একর খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
ঢাকা মহানগরে ২৯০০ একর খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড

ঢাকা: ঢাকা মহানগরের ২৯০০ একর খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করার অভিযোগের বিষয়ে আলোচনা হয়েছে সংসদীয় কমিটিতে। এর আগে এসব জমি ১ নং খাস খতিয়ানে আনার সুপারিশ করেছিল কমিটি।

সেই আলোকে ব্যক্তি পর্যায়ে রেকর্ডকৃত জমিগুলো দ্রুত খাস খতিয়ানে আনার সুপারিশ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মো. মকবুল হোসেন, সামছুল আলম দুদু, এ কে এম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম সুরমা এবং গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন।

সারাদেশে যে সমস্ত জমি এখনও আরএস রেকর্ড শেষ হয়নি, সেগুলোও অগ্রাধিকার ভিত্তিতে  রেকর্ড করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

বৈঠকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে ঢাকার বেদখল জমির মৌজা ভিত্তিক মালিকানা উপস্থাপন করার সুপারিশ করা হয়।

এছাড়া সিরাজগঞ্জের জয়সাগর পুকুরসহ ৭০৮টি বেদখল হওয়া পুকুর উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।