ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উড়লো প্রবারণার ফানুস, ভাসলো প্রদীপ নৌকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
উড়লো প্রবারণার ফানুস, ভাসলো প্রদীপ নৌকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: দীর্ঘ ৩ মাসের বর্ষাবাস (উপোষ) শেষে পার্বত্য অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) মারমা জনগোষ্ঠীর মানুষ ওয়া বা ওয়াগ্যো প্যোয় উৎসব উদযাপন করেন।

এ উপলক্ষে রাতে ওড়ানো হয়েছে ফানুস, নদীতে ভাসানো হয়েছে প্রদীপ প্রজ্জ্বলিত নৌকা।

বৌদ্ধরা ধর্মীয় রীতিনীতির বাইরেও সামাজিক উৎসব পালন করে থাকেন। এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন বিহারে (মন্দির) নানা পূজা-অর্চনার আয়োজন করা হয়।

মারমা জনগোষ্ঠীর ওয়াগ্যো প্যোয় উৎসবের অন্যতম আকর্ষণ নদীতে নৌকা ভাসানো। মূলত উপগুপ্ত অরহৎ‍’র উদ্দেশে নদীতে প্রদীপ প্রজ্জ্বলিত নৌকা ভাসানো হয়। এদিন শহরের য়ংড বৌদ্ধ বিহার থেকে দুটি সুসজ্জিত প্রদীপ প্রজ্জ্বলিত নৌকা নিয়ে চেঙ্গী নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের হাজারো মানুষ নৌকা ভাসানো দেখতে ভিড় করেন। আতশবাজি ও ঢাকের তালে উৎসবে মেতে উঠেন মারমা তরুণ-তরুণীরা।

পরে বিহার থেকে ওড়ানো হয় ফানুস বাতি। এই ফানুস উড়িয়ে বৌদ্ধকে স্মরণ ও সবার মঙ্গল কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।