ঢাকা: সম্প্রতি ঘটে যাওয়া হোসনী দালানের তাজিয়া মিছিলে বোমা হামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই’র ঢাকা মহানগর এলাকার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আবুল কালাম আজাদ।
তিনি জানান, আজ (২৮ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে ডিএমপি’র তদন্ত অব্যাহত রয়েছে, পিবিআই শুধু ছায়া তদন্ত করছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহকৃত আলামতগুলো বিশ্লেষণ করে যেসব ক্লু পাওয়া যাবে সে সব ক্লু দিয়ে যারা (ডিবি) মামলাটি তদন্ত করছেন তাদের সহযোগিতা করা হবে।
জানা গেছে, তদন্তের ক্লু বের করার জন্য বিশেষ করে ঘটনাস্থল থেকে পায়ের ছাপ সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ অক্টোবর এই বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সাজ্জাদ হোসেন সাঞ্জু নামের এক তরুণ নিহত হয়। পরে চকবাজার থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ডিবি (গোয়েন্দা পুলিশ) তদন্ত করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি র্যাব-১০ এই ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ করে ছায়া তদন্ত করছে। এ বিষয়ে র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার গোলাম সারোয়ার আসামি শনাক্তের বিষয়ে বাংলানিউজকে ইঙ্গিত দিয়ে জানান, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। এখন শুধু গ্রেফতারের পালা।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এনএইচএফ/আরআই