কুমিল্লা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির নেতা নাবিল রহমান ও আলমগীর হোসেন কুমিল্লা আদালতে হাজিরা দিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুমিল্লার ৪নং আমলী আদালতের বিচারক নুরুন্নাহার শিউলির আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য তাদের হাজির করা হয়।
এরআগে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় কুমিল্লায় আনা হয়। নাবিল রহমান জেএমবির সাবেক শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের বড় ছেলে।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার একটি বাসা থেকে নাবিল রহমান ও আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে ওই বাসা থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়।
ওই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার মোট ৫৮ জন স্বাক্ষীর মধ্যে বুধবার ২ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআর