সিলেট: সিলেটসহ চার জেলায় বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ ২১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় ২৪ ঘণ্টার মধ্যে সিলেট জেলার বিভিন্ন থানায় নিয়মিত মামলার পলাতক আসামি এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও হবিগঞ্জ জেলার ৪১ জন, মৌলভীবাজারের ৪১ জন ও সুনামগঞ্জ জেলার ৪৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এনইউ/এটি